spot_img

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

যারা সংখ্যালঘুদের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত: খালিদ হোসেন

বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন। যারা সংখ্যালঘুদের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত। এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ। সেটা রক্ষা করতে হবে।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের রক্ষায় আজ একটি হট লাইন নম্বর খোলা হবে। যদি কোথাও কোন হামলা হয় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে প্রতিষ্ঠা করতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের বেশ কিছু অভিযোগ আছে তাদের ঘর বাড়িতে উপাসনালয়ে হামলা হয়েছে। তার জন্য দুঃখ প্রকাশ করছি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, পুলিশ না থাকয় এমন হামলা হয়েছে। এখন পুলিশ কাজে যোগদান করেছে, আশা করি এমন কিছু আর ঘটবে না। জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা হবে তাদের সহযোগীতা করা হবে। আগামীকাল সংখ্যালঘুদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।

সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই মন্তব্য করে ধর্ম উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনা সহজতর করতে চাই, যাতে কেউ প্রতারিত না হয়। কিছু এজেন্সি আছে যারা মানসম্মত সেবা দেয় না।

তিনি বলেন, এখন পর্যন্ত ৫০টির মত এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়ছে। যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ৩ ক্যাটাগরিতে হাজীদের সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। অন্য আর কোনো ক্যাটাগরিতে নেয়া যায় কিনা তা বিবেচনা করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss