spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (১ জুন) ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন টিম। মামলার অপর দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন।

প্রসিকিউশনের তথ্যমতে, জুলাই-আগস্ট মাসজুড়ে ছাত্র ও সাধারণ জনগণের চলমান বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় বাহিনী যে সহিংস অভিযান চালায়, তা ছিল “নির্দেশিত গণহত্যা”। এতে নিহত হয় প্রায় দেড় হাজার মানুষ। প্রসিকিউশন অভিযোগ করেছে, শেখ হাসিনা ছিলেন এই সহিংস অভিযানের মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারী।

গত ১২ মে তদন্ত সংস্থার জমা দেওয়া প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি হত্যার নির্দেশনা দেওয়ার প্রমাণ রয়েছে বলে উল্লেখ করা হয়। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের কাজ শেষ করে ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে দুটি মামলায় তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

এই মামলার পটভূমিতে রয়েছে গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেখানে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয় বলে অভিযোগ রয়েছে। সেই আন্দোলনেই প্রাণ হারান বহু সাধারণ মানুষ, যার জন্য বর্তমান বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss