spot_img

১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাবেক সিএমপি কমিশনার ইকবাল বাহার আটক

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও সাবেক মিএমপি কমিশনার মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘‘ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।’’

তবে তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

মো. ইকবাল বাহার দীর্ঘ সময় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিকভাবে অবসরে যান।

সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তার আটকের কারণ কিংবা প্রেক্ষাপট এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ডিবি। বিষয়টি ঘিরে প্রশাসনিক মহলে নানা আলোচনা চলমান রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss