spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামসহ তিন জেলায় নতুন জেলা প্রশাসক

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন নওগাঁর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি চট্টগ্রামের বর্তমান ডিসি ফরিদা খানমের স্থলাভিষিক্ত হয়েছেন।

অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।

এ ছাড়া নওগাঁয় নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম ও নরসিংদীর দুই ডিসিকে বদলি করে নতুন দায়িত্বে পদায়নের বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss