spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বড় পর্দায় মার্ভেল আনছে বেশ কয়েকটি চলচ্চিত্র

হলিউডের বিখ্যাত কমিক্স হাউজ মার্ভেল একগুচ্ছ নতুন চলচ্চিত্রের ঘোষণা করেছে। অন্যান্য স্টুডিওগুলোর মতো ওটিটি প্ল্যাটফর্মের বদলে বড় পর্দায় ছবি রিলিজ়ের প্রস্তুতি নিচ্ছে মার্ভেল স্টুডিও।

মার্ভেলের নতুন ঘোষিত সব প্রজেক্টই আসছে ২০২২ সালে। ‘থর’-এর আগামী ছবি ‘থর লাভ অ্যান্ড থান্ডার’ আসবে ২০২২ সালের মে মাসে। ওই ছবিতে ভিলেন হিসেবে দেখা যাবে জনপ্রিয় তারকা ক্রিশ্চিয়ান বেলকে। এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই ক্রিস হেমসওয়র্থ এবং ক্রিশ্চিয়ানের লড়াই দেখার জন্য ভক্তদের দিন গোনা শুরুও হয়ে গেছে।

‘ক্যাপ্টেন মার্ভেল টু’ও আসবে একই বছরে। অ্যান্ট-ম্যানের তৃতীয় ছবির ঘোষণা হয়েছে।

পাশাপাশি তাদের আছে ওটিটির জন্য নতুন সুপারহিরো সিরিজ়। ডিজ়নি প্লাসের জন্য মার্ভেলের উপহার, সিরিজ় ‘আয়রন হার্ট’, ‘শি হাল্ক’, ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’, ‘হকআই’, ‘আই অ্যাম গ্রুট’ প্রভৃতি। এগুলো সবই মার্ভেলের নতুন ছবি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss