spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আগামীকাল থেকে করোনার ভ্যাকসিন প্রয়োগ

গতকালই জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন প্রয়োগ। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্যাকসিন বিতরণ তদারকি করার দায়িত্বে থাকা জেনারেল গুস্তাভ পার্না জানিয়েছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পৌঁছে যাবে।

এর আগে গত শনিবার ফাইজারের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

গত নভেম্বর থেকেই যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবারও যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। একদিনেই দেশটিতে ৩ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। জন্স হপকিন্সের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর এই সংখ্যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ।

আরো পড়ুন: বিশ্বে প্রথম ফাইজারের করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন ৯০ বছরের এক নারী

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩ লাখেরও অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss