spot_img

১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারতে আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড

ভারতে একদিনে রেকর্ড তিন লাখ ৬০ হাজার নতুন করোনা সংক্রমণের জেরে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জনে।

আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে প্রায় সাড়ে ৯৬ হাজার। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছে ২৯ লাখ ৭৮ হাজার ৭০৯ জন।

এই বিপুলসংখ্যক সক্রিয় রোগীকে স্বাস্থ্য পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রোজ অনেক রোগী মারা যাচ্ছেন শুধু অক্সিজেনের অভাবে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৭ লাখের বেশি। সংক্রমণ হারও ছাড়িয়েছে ২০ শতাংশ। অর্থাৎ দেশে করোনা পরীক্ষা হওয়া ৫ জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যেই দেশটিজুড়ে চলছে টিকাদান কর্মসূচি।

আরো পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ একদিনে দেশে টিকা নিয়েছেন ২৫ লাখ ৫৬ হাজার ১৮১ জন। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার পর এখন পর্যন্ত ভারতে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ৭৮ লাখ ২৭ হাজার ৩৬৭।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss