যুক্তরাষ্ট্রের কলোরাডোতে জন্মদিনের পার্টিতে ছয়জনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছে এক বন্দুকধারী। রবিবার (৯ মে) এ ঘটনা ঘটেছে বলে খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
হত্যাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে বন্দুকধারীর গুলিতে যারা নিহত হয়েছিলেন তাদের একজনের সঙ্গে তার প্রেম ছিল বলে জানা গেছে।
বন্দুকধারী ব্যাক্তি পার্টিতে ঢুকেই গুলি করা শুরু করেছিল। একে একে ছয়জনকে হত্যার পর সে আত্মহত্যা করে। বন্দুকধারী কেন এ কাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। কলোরাডোর স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।
আরো পড়ুন: ভারত মহাসাগরে পড়ল চীনের রকেটের ধ্বংসাবশেষ
তবে পার্টিতে উপস্থিত শিশুদের কাউকেই গুলি করেনি বন্দুকধারী ব্যক্তি। হত্যার শিকার সবাই প্রাপ্তবয়স্ক। ঘটনাস্থলে উপস্থিত শিশুদের অভিভাবকদের হেফাজতে নেওয়া হয়েছে।
চস/স


