বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরুসহ আরও ১০ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২১ মে) বিকেলে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে সেনাপ্রধান ইব্রাহিম আত্তাহিরুর নিহতের খবর পাওয়া গেলেও শনিবার ঘটনাস্থলে আরও ১০ সেনা কর্মকর্তার নিহতের খবর সামনে এলো।
এক বিবৃতিতে নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সেনাপ্রধানকে বহনকারী বিমানটি শুক্রবার কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ‘ঝড়ো আবহাওয়া’র কারণে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় সেনাপ্রধান ইব্রাহিম আত্তাহিরুসহ আরও ১০ সেনা কর্মকর্তা এবং বিমানের ক্রুরাও নিহত হয়েছেন।
আলজাজিরা জানিয়েছে, তাৎক্ষণিক ভাবে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে দেশটি আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। তবে দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইয়েরিমা জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে। এছাড়া সেনাপ্রধানের সঙ্গে নিহত অন্য সেনা কর্মকর্তাদের নামও প্রকাশ করেনি দেশটি।
এক দশকেরও বেশি সময় ধরে নাইজেরিয়ার সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে ক্রমবর্ধমান যুদ্ধে সেনাবাহিনীকে জাগিয়ে তুলতে গত জানুয়ারিতে ইব্রাহিম আত্তাহিরুকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি।
আরো পড়ুন: ভারতে একদিনে আবার ৪ হাজারের বেশি মৃত্যু
সাবেক আর্মি জেনারেল বুহারি ২০১৫ সালে প্রথমবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে নিরাপত্তা ইস্যুর পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীগুলোর দমন নিয়ে তার সরকার সমালোচনার মুখে রয়েছে।
এর আগে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি নাইজেরিয়ার রাজধানী আবুজার বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয় সামরিক বাহিনীর একটি বিমান। মীনাগামী সেই বিমানটি উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বিমানের সাত আরোহী নিহত হয়েছিলেন।
সূত্র: ঢাকা পোস্ট
চস/স


