spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারতে বেড়েছে করোনায় শনাক্ত ও মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৩২৫ জন। – আনন্দবাজার।

আক্রান্তের পাশাপাশি ভারতে বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪৩১ জন। ১৩ দিন পর দৈনিক মৃত্যু আবার ৪০০ ছাড়াল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৯২৮ জনের।

তবে গত কয়েক দিন ধরে আক্রান্ত কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা আবার নেমেছিল সাড়ে তিন লাখের নিচে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৯২৩ জন।

রাজ্যগুলোতে আক্রান্তের সংখ্যা একই রকম রয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরালায় ১৭ হাজার ৬৮১ জন আক্রান্ত হয়েছেন।

আরো পড়ুন: ভারতে বেড়েছে মৃত্যু, কমেছে সংক্রমণ

এ ছাড়া মহারাষ্ট্রে ৩ হাজার ৭৮৩ জন, তামিলনাড়েু ১ হাজার ৬৫৮ জন, অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৪৪৫ জন এবং কর্নাটকে ১ হাজার ১১৬ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসামেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণ। তবে মিজোরামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০২ জন আক্রান্ত হয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss