spot_img

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় মৃতের সংখ্যা ৪৮ লাখ ছাড়ালো

সর্বশেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে আরও ৪ হাজার ৫৩৭ জন মারা গেছেন। এতে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৬৬ হাজার ৯৫২ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৩৪১ জন। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৩ কোটি ৮৬ লাখ ২৩ হাজার ১২ জনে দাঁড়ালো।

গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায়, আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় এক হাজার এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪৮ হাজারের বেশি।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সবশেষ এ তথ্য পাওয়া গেছে।

গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাজ্যে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫৭৪ জন ও মারা গেছেন ৩৮ জন। করোনায় তুলনামূলকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে উপরের সারিতে থাকা এ দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৮১ লাখ ৫৪ হাজার ৩০৬ জন ও মোট মারা গেছেন এক লাখ ৩৭ হাজার ৭৩৫ জন।

সবশেষ একদিনে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। এসময়ে দেশটিতে মারা গেছেন ৯৬২ জন এবং সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৬৪৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৭৫ হাজার ৩৬৫ জন ও মারা গেছেন ২ লাখ ১৬ হাজার ৪১৫ জন।

তবে গত একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমণ অনেকটাই কমেছে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৯৪ জন এবং মারা গেছেন ৫১৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত ৪ কোটি ৫২ লাখ ৪ হাজার ৩৭৩ জন আক্রান্ত এবং মারা গেছেন ৭ লাখ ৩৩ হাজার ৫৭৫ জন।

অন্যদিকে করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৭ জন ও সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬৩৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৮২০ জন এবং ৬ লাখ ১ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারত মৃতের তালিকায় রয়েছে তৃতীয় অবস্থানে। গত একদিনে দেশটিতে ১৯৩ জনের মৃত্যু এবং ১৯ হাজার ১৮ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্ত বেড়ে ৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ২৯৩ জনে এবং মোট মৃত্যু বেড়ে ৪ লাখ ৫০ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss