spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নেপালে পাহাড়ি সড়ক থেকে বাস ছিটকে নিহত ২৮

নেপালে পাহাড়ি সড়ক থেকে বাস ছিটকে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার(১২ অক্টোবর) দুপুরের পর উত্তর-পশ্চিম নেপালের মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, মুগু জেলা দিয়ে যাওয়ার সময় রোড থেকে ছিটকে বাসটি পাহাড় গড়িয়ে নিচে পড়ে যায়।

দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট। তবে ব্রেক ফেল করে বাসটি দুর্ঘটনায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেপালে সচরাচরই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। খারাপ সড়ক যোগাযোগ ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

ছবিতে হতাহতদের উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে। এ সময় ট্রাভেল ব্যাগও সরিয়ে নিতে দেখা যায় উদ্ধারকারীদের।

দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে, ধর্মীয় উৎসব ‘দাশাইন’ উদ্‌যাপনের পর তারা বাড়ি ফিরছিল।

আহত ১২ জনেরও বেশি যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার সময় ঠিক কতজন যাত্রী ওই বাসে ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss