spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাকিস্তানে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ!

রাতের অন্ধকারে ঘরে ঢুকে ৮০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে এক যুবক। জানা যায়, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনগত রাতে পাঞ্জাবের তোবা টেক সিং জেলার কামালিয়ায় ঘটেছে বর্বরোচিত এ ঘটনা, যা প্রকাশ্য আলোচনায় আসে আজ শনিবার। খবর জিও টিভির।

পুলিশ জানিয়েছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সেই বৃদ্ধা। বিলাল নামে এক ভবঘুরে যুবক তখন চুপিসারে ঘরে ঢুকে প্রথমে ঐ বৃদ্ধার গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে। তারপর তাকে যৌন নির্যাতন করে পালিয়ে যায়।

এ ঘটনায় সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী বৃদ্ধা। অভিযুক্তকে ধরে উপযুক্ত বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে, দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করা হবে। তার জন্য এরই মধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss