spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফ্রান্সে ওমিক্রনে আক্রান্ত ছাড়াল ৫ লাখ

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে পাঁচ লাখ এক হাজার ৬৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে, যা দৈনিক আক্রান্তের রেকর্ড।

গত সপ্তাহজুড়ে দেশটিতে ইউরোপের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার, প্রতিদিন গড়ে তিন লাখ ৬০ হাজার জন আক্রান্ত হয়েছেন।

অফিসিয়াল পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২০ সালের নভেম্বরের পর থেকে এ পর্যন্ত বর্তমানে সর্বোচ্চ ৩০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন। কিন্তু তাদের মধ্যে তিন হাজার ৭০০ জনের বেশি মানুষ নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউতে) রয়েছেন, যা অতীতের সর্বোচ্চ আক্রান্তের সময়ের তুলনায় কম।

উচ্চ সংক্রামক ওমিক্রনকে আগের প্রভাব বিস্তারকারী ধরন ডেল্টার চেয়ে কম ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৩৬৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৯ হাজার ৪৮৯।

সূত্র: এনডিটিভি

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss