spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছেন টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক। দুই মাসের বেশি সময় পর ব্লুমবার্গের ধনকুবেরদের তালিকায় তিনি শীর্ষে উঠলেন।

গত বছরের ডিসেম্বরে ফরাসী লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের প্রধান নির্বাহী বের্নার্ড আর্নোর কাছে ‘সিংহাসনচ্যুত’ হওয়ার পর দুই মাসেরও বেশি সময় ধরে তিনি শীর্ষ ধনীর তালিকায় দুই নম্বরে ছিলেন।

সিএনএন জানিয়েছেন টেসলার শেয়ারের মূল্য বেড়ে যাওয়ায় সোমবার ফের তিনি ব্লুমবার্গের রিয়েল-টাইম বিলিয়নেয়ার তালিকার শীর্ষে চলে আসেন।

ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, সোমবার শেয়ার লেনদেন শেষে মাস্কের মোট সম্পদের মূল্য আর্নোর ১৮ হাজার ৫৩০ কোটি ডলার টপকে ১৮ হাজার ৭১০ কোটি ডলারে পৌঁছে গেছে।

মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনা নিয়ে মাস্কের খামখেয়ালিপনা আর শেয়ারবাজারে প্রযুক্তিখাতের কোম্পানিগুলোর পতনের মধ্যে গত বছরের শেষদিকে টেসলার দর অনেকখানি পড়ে গেলেও এ বছরের শুরু থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে।

দুই মাস পর মাস্ক বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ফেরত পেলেও সবচেয়ে বেশি সম্পদ খোয়ানোর রেকর্ডও তার দখলেই আছে।

গত বছরের শেষদিকে মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০ হাজার কোটি ডলার সম্পদ খোয়ান; যেখানে ২০২১ সালের নভেম্বরে তার সম্পদের পরিমাণ ছিল ৩৪ হাজার কোটি ডলারের মতো, টেসলার শেয়ারের বড় ধরনের দরপতনের পর ২০২২ এর ডিসেম্বরে সেই মাস্কের সম্পদ মূল্যই নেমে এসেছিল মাত্র ১৩ হাজার ৭০০ কোটি ডলারে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss