spot_img

২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রেন দুর্ঘটনা : গ্রিসে পরিবহনমন্ত্রীর পদত্যাগ

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখন পর্য ন্ত৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দেশটির পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস পদত্যাগ করেছেন।

বুধবার (১ মার্চ) দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

কোস্টাস কারামানলিস বলেন, এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো না। এমন দুঃখজনক ঘটনার পরে চেয়ার আকড়ে ধরে কাজ চালিয়ে যাওয়া সম্ভব না। আমি মনে করি, আমার এই পদত্যাগ দেশের গণতন্ত্রের জন্য দরকার। যাতে নাগরিকরা রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্বাস করেন।

তিনি বলেন, দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ পদত্যাগ করা আমার কর্তব্য। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেনা জানাই।

এর আগে, গত মঙ্গলবার গ্রিসের লরিসা শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ২৫০ জন ছিল যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬৬ জন। সূত্র : বিবিসি

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss