spot_img

৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘অল্পের জন্য’ রক্ষা পেলেন হ্যারি-মেগান

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল গাড়ির পেছনে পাপারাজ্জির তাড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অল্পের জন্য ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। এ ঘটনা ফিরিয়ে আনল দুই যুগ আগে প্যারিসে প্রিন্সেস ডায়ানার মৃত্যুর স্মৃতি।

১৯৯৭ সালে পাপারাজ্জির তাড়ার মুখে প্যারিসের টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন হ্যারির মা ডায়ানা। মঙ্গলবার নিউইয়র্কে তেমন এক ঘটনায় প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন। বিবিসি, রয়টার্স।

মেগানকে বিয়ে করার পর যুক্তরাজ্যের রাজকীয় সব দায়িত্ব ছেড়ে হ্যারি যুক্তরাষ্ট্রে আবাস গেঁড়েছেন। সেখানে মঙ্গলবার রাতে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে ফেরার পথে পাপারাজ্জির কবলে এই দম্পতি পড়েন বলে প্রিন্সের মুখপাত্র জানিয়েছেন।

এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, পাপারাজ্জি চক্রের গাড়িগুলো প্রায় দুই ঘণ্টা ধরে টানা ধাওয়া করতে থাকে প্রিন্স হ্যারি ও তার পরিবারকে বহনকারী ট্যাক্সিকে। এই ধাওয়ার সময় বেশ কয়েকটি ভয়াবহ সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পান তারা।

মিজ ফাউন্ডেশন ফর উইমেনের একটি অনুষ্ঠানে হ্যারির স্ত্রী মেগানকে তার কাজের জন্য সম্মাননা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বের হয়ে আসার পর এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে- একটি ট্যাক্সিতে ছিলেন হ্যারি, মেগান ও মেগানের মা ডোরিয়া র‌্যাগল্যান্ড।

হ্যারির মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘তাদের বহনকারী ট্যাক্সিটি ধাওয়া থেকে বাঁচতে গিয়ে রাস্তার অন্য গাড়ির সঙ্গে প্রায় মুখোমুখি সংঘর্ষ এড়ায় এবং পথচারী ও দুজন পুলিশ সদস্যকে প্রায় চাপা দিতে গিয়ে দেয়নি।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss