spot_img

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারতের ওয়েব সার্ভারে হামলা চালাচ্ছে বাংলাদেশি হ্যাকাররা!

ভারতের বিভিন্ন খাতের ওয়েব সার্ভারে গত বছর থেকে বাংলাদেশি হ্যাকাররা হামলা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি সোমবার (৭ আগস্ট) দাবি করেছে, এক প্রতিবেদনে উঠে এসেছে ‘মিস্টিরিয়াস টিম বাংলাদেশ’ নামের হ্যাকিং গ্রুপটি ২০২২ সালের জুন থেকে এখন পর্যন্ত একাধিক ডিস্ট্রিবিউটেড ডিনাইল-অব-সার্ভিস (ডিডিওএস) হামলা চালিয়েছে।

এই গ্রুপটি ধর্মীয় ও রাজনৈতিক উদ্দেশ্য থেকে ভারতের বিভিন্ন খাতে এসব সাইবার হামলা চালাচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সাইবার সিকিউরিটি ফার্ম গ্রুপ-আইবি জানিয়েছে, ভারতের গুরুত্বপূর্ণ সরকারি, আর্থিক এবং পরিবহন খাতের ওপর ৭৫০টি ডিডিওএস হামলা এবং ৭৮টি ওয়েবসাইট বিকৃতি করার প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিল হ্যাকিং গ্রুপটি। তাদের মূল লক্ষ্য এসব খাতই।

সাইবার সিকিউরিটি ফার্মটি আরও জানিয়েছে, বাংলাদেশি এই হ্যাকিং গ্রুপটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২২ সালে ভারত, ইসরায়েলসহ অন্যান্য দেশে সাইবার হামলা চাালিয়ে সবার নজর কাড়তে সমর্থ হয়।

ফার্মটি আরও জানিয়েছে, এই হ্যাকিং গ্রুপটি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে হামলা চালানোর বদলে পুরো দেশকে টার্গেট করে। এছাড়া বড় হামলার আগে তারা ছোট হামলা চালিয়ে দুর্বলতা পরীক্ষা করে নেয়।

বাংলাদেশি এই গ্রুপটিকে একটি হ্যাকটিভিস্ট গ্রুপ হিসেবে অভিহিত করেছে এই ফার্মটি। হ্যাকটিভিস্ট হ্যাকিং গ্রুপ হ্যাকিংয়ের মাধ্যমে কোনো অর্থ আদায় করে না। এর বদলে খ্যাতি অর্জনের জন্য তারা গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা করে। এতে ওই নির্দিষ্ট দেশের সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ধারণা করা হয়, ডিফোরআরকেটিএসএন নামের একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট এই হ্যাকিং গ্রুপের প্রতিষ্ঠাতা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুর্বলতা খুঁজে বের করে তারা হামলা চালায়। গ্রুপটি এ বছরের মে মাসে ভারতকে টার্গেট করার ঘোষণা দেয়। এরপর হামলার পরিমাণ বেড়ে যায়।

এদিকে সাইবার ফার্ম গ্রুপ-আইবি সতর্কতা দিয়েছে, এ বছর বাংলাদেশি হ্যাকিং গ্রুপ ভারতে তাদের হামলা আরও বাড়িয়ে দিতে পারে। এছাড়া ইউরোপ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যেও হামলা চালাতে পারে তারা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss