spot_img

২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

আগামী সপ্তাহে ট্রাম্প-মোদীর বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জানুয়ারি ট্রাম্প মোদির সাথে ফোনালাপ করেন। তখন দুই নেতা অভিবাসন নিয়ে আলোচনা করেন এবং ট্রাম্প ভারতকে আরও বেশি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ওপর জোর দেন ও বাণিজ্যে ভারসাম্য আনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের বিরুদ্ধে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে। ভারত চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে ও দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে।

এছাড়া মার্কিন পণ্যের ওপর ভারতের উচ্চ শুল্ক আরোপের কথা উল্লেখ করে ট্রাম্প অতীতে যে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তা স্থগিত করারও ইঙ্গিত দিয়েছেন।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৩-২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে,যেখানে ভারত ৩ হাজার ২০০ কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত বজায় রেখেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss