spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

১৪ জন নিহত আফগানিস্তানে মর্টার হামলায়

আফগানিস্তানে তালেবানের মর্টার হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (৫ জুলাই) আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের একটি ব্যস্ত মার্কেটে এই হামলার ঘটনা ঘটে।

এদিকে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মর্টার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সরকারি বাহিনী তালেবানের সঙ্গে সংঘর্ষের সময় ওই মর্টার শেল ছোঁড়ে এবং তা বাজারে এসে পড়ে।

আফগান সেনাবাহিনীর মুখপাত্র হানিফ রেজায়ি বলেছেন, ফারিয়াবপ্রদেশের ওই মার্কেটটির কাছে সেনাবাহিনীর একটি চেকপয়েন্ট লক্ষ্য করে তালেবানরা গত শুক্রবার মর্টার শেলটি নিক্ষেপ করেছিল বলে ধারণা করা হচ্ছে। খবর আল-আরাবির।

কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মার্কেটে আঘাত হেনেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss