প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছেন।
এরপর শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিএনপিপন্থি ও সাধারণ আইনজীবীরাও যোগ হয়।
এ সময় তাদের প্রধান বিচারপতিরসহ আওয়ামীপন্থি সব বিচারপতির পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
দুপুর একটার ভেতরে পদত্যাগ না করলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
চস/স