spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৪ দিনের রিমান্ডে আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুদিদোকানদার (যুবদল নেতা) নবীন তালুকদারকে গুলি করে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন এ আদেশ দেন। এর আগে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান।

আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে দুজনই আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। মোহাম্মদ সোহায়েল একসময় র‍্যাবের মুখপাত্র ছিলেন।

এর আগে, গত মঙ্গলবার রাতে এম সোহায়েলকে বনানী থেকে ও আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করে ডিবি। পরে তাদের ডিবি হেফাজতে রাখা হয়। আজ পল্টন থানার এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss