চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আলমগীর নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকালে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মো. আলমগীর (৩০) চট্টগ্রামের পটিয়া উপজেলার আবুল কালামের ছেলে। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখায় কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্কভিউ হাসপাতালের জিএম তালুকদার রহমান।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হন আলমগীর। শনিবার ভোর সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন।
চস/স