spot_img

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চমেক হাসপাতালে চোরাই ওষুধসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলা থেকে চোরাই ওষুধসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চমেক হাসপাতালের টিকিট কাউন্টারের অফিস সহায়ক মো. আজিজুর রহমান (৫০), চমেকের ফার্মাসিস্ট মো. দাউদ ইসহাক (৫২) ও চমেকের ইলেকট্রিক্যাল মেকানিক মো. সাইমন হোসাইন (৪৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি জানান, হাসপাতালের নিচতলায় সরকারি ফার্মেসির করিডোর থেকে ১৪ হাজার টাকার চোরাই ওষুধসহ আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি চমেকের কর্মচারী। এরপর লিচু বাগান এলাকায় তার বাসা থেকে আরও ৮ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যমতে তার সহযোগী দাউদ ইসহাক ও সাইমন হোসাইনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss