spot_img

২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে জুয়া খেলার সময় গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর বায়েজিদে লুডো কিং অ্যাপসের মাধ্যমে বাজি ধরে জুয়া খেলার সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টায় চালিতাতলীর পুরাতন বোর্ড অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. মানিক (৩২), মো.সাইফুল (৩৮), মো. এমদাদ হোসেন চৌধুরী মুন্না (৩০), মো. করিম (৪৯), মো. ইকবাল (৫৮), মো. নাছের (৩৮), মো. ওহিদুল্লাহ (৫৫), মো. করিম (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।

তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে লুডো কিং অ্যাপসের মাধ্যমে বাজি ধরে জুয়া খেলার সময় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ট্যাব ও ৩৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss