spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার এক ফ্ল্যাট থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাত হাজার ৮৩০ ইয়াবাসহ মো. আলমগীর (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১২ জুন) দুপুরে চান্দগাঁও থানাধীন খরমাপাড়া এলাকায় প্রাবাসী টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর চট্টগ্রামের আনোয়ারা থানাধীন চাপাতলী এলাকার মৃত ইউনুসের ছেলে।

র‌্যাব জানায়, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুতের গোপন সংবাদে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সাত হাজার ৮৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার ইয়াবাসহ গ্রেপ্তারকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss