spot_img

৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে আখাউড়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা চট্টগ্রামমুখী এবং ১ ঘণ্টা ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, মালবাহী ট্রেনটি আখাউড়া থেকে চট্টগ্রাম রেলস্টেশনের উদ্দেশ্যে ৩২টি কনটেইনার নিয়ে রওনা দেয়। সকালে ইঞ্জিনে হঠাৎ আগুন দেখা যায়। পরে ট্রেনের পরিচালক রেলওয়ের কন্ট্রোল রুমে খবর দিলে তার ফায়ার সার্ভিসকে অবগত করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৩ ঘণ্টা ট্রেন দাঁড়িয়ে থাকায় আমবাড়িয়া লেভেল ক্রসিং বন্ধ হয়ে যায়। ফলে মিরসরাই-নারায়ণহাট সড়কে যান চলাচল বন্ধ থাকে।

ট্রেনটির লোকোমাস্টার মো. শাহজাহান বলেন, ইঞ্জিনের এডজাস্টার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। আগুন দেখার পর ইঞ্জিন বন্ধ করে দেই। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে নিয়ে যায়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss