spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রেয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করলেন সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদীয়া প্লাজা পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিডিএ) চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। শনিবার (২৯জুন) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মার্কেটটি পরিদর্শন করেন তিনি।

সিডিএ’র চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবগত হন।

এ সময় তিনি মার্কেট গুলোর বর্তমান অবস্থা ও অব্যবস্থাপনায় দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় তিনি তামাকুমণ্ডি লেইন বণিক সমিতি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বণিক সমিতির সভাপতি সরওয়ার কামাল ও সাধারণ সম্পাদক আহমেদ কবির দুলাল সিডিএ’র চেয়ারম্যানকে তামাকুমণ্ডি লেনের ১১০টি মার্কেট ইমারত নির্মাণ বিধিমালা না মেনে করা হয়েছে বলে জানিয়েছেন। তারা বলেন, এসব মার্কেট একেকটি ‘মৃত্যুকূপ’।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এ. এম. হাবিবুর রহমান, উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো: আবু ঈসা আনছারী ও অথরাইজড অফিসার তানজিব হোসেন।

এদিকে সিডিএ চেয়ারম্যানের নির্দেশে অগ্নিকাণ্ডের ঘটনায় সংস্থার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এ.এম. হাবিবুর রহমানকে আহবায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss