চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জামাল আকবরশাহ এলাকার মো. বদিউল আলমের ছেলে।
আজ রবিবার (৩০ জুন) সকালে বাংলা বাজারের টোল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন বলেন, সকালে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে উঠেছিল ওই যুবক। খুঁটিতেই বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে গিয়েছেন তিনি। খবর পেয়ে ওই বিদ্যুতের খুঁটি থেকে তার লাশ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
চস/স