চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট এলাকায় ৫০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) অভিযান পরিচালনা করে এসব মাছ জব্দ করে জেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড।
জানা গেছে, মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই (৬৫ দিন) সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
এই নিষেধাজ্ঞা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গতকাল অভিযান পরিচালনা করে ৫০০ কেজি মাছ জব্দ করা হয়। পরে এসব মাছ নিলামে ৯২ হাজার টাকায় বিক্রি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, জরীপ মৎস্য কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, সাব ইন্সপেক্টর মো: রাকিবুল আবেদীন এবং কোস্ট গার্ড পূর্ব জোন সেকশন ইনচার্জ এম এ আজিজ।
চস/স