spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শাহ আমানতে প্রায় ৪ কেজি কোকেনসহ বাহামার নাগরিক গ্রেপ্তার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৯’শ গ্রাম কোকেনসহ বাহামার এক নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি বলেন, আটক ওই বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক ওই বিদেশি ব্রাজিল থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আসেন। সেখান থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে গত ১১ জুলাই চট্টগ্রামে আসেন। কিন্তু ওই সময়ে তার কাছে কোন লাগেজ ছিল না। ওই নাগরিক হোটেল আগ্রাবাদে ওঠেন। আজ সোমবার সকালে বিমানবন্দরে তার লাগেজ সংগ্রহ করতে গেলে তাকে সন্দেহ করেন কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাগেজ পরীক্ষা করেন। পরে লাগেজের ভেতরে থাকা একটি ইউপিএসের ভেতর থেকে এসব কোকেন উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss