spot_img

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

যথাযথ কাগজ দেখালে আধা ঘণ্টার মধ্যে জামিন: চট্টগ্রাম জেলা পিপি

ছাত্ররা যথাযথ প্রমাণপত্র নিয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করলে আধা ঘণ্টার মধ্যে তাদের জামিনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। শনিবার (৩ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছেন তিনি।

ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আমরা ছাত্রদের দ্রুত জামিনের ব্যবস্থা করছি। এমনি এমনি তো জেল থেকে ছাড়া যাচ্ছে না। যথাযথ পদ্ধতিতে জামিন আবেদন করতে হবে। এরপর আদালতে ছাত্র হিসেবে প্রমাণ দেখাতে পারলে জামিন হবে। আমরা বিষয়টি আইনজীবীদের জানিয়েছি। আজ একটা মিটিংয়ে মাইকে ঘোষণা দিয়েছি। আমরা অপেক্ষায় আছি, আদালতও অপেক্ষায় আছেন। জামিনের পর তাদের জেল থেকে দ্রুত মুক্তির ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।

শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss