spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

চট্টগ্রামে ডিজিএফআই পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১২

চট্টগ্রাম নগরীর খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মোজাহের আলম (৫৫), মহি উদ্দিন (৪৫), মো. হোসাইন (৪২), মো. রোমেল (৪১), আবদুস সবুর (৩৭), মো. ওয়াজেদ (৩৬), আবদুল মান্নান (৩৫), মো. ইয়াকুব (৩৫), শওকত আকবর (২৮), রুবেল হোসেন (২৫) ও ওসমান (২৪)।

পুলিশ জানায়, একটি মাইক্রোবাস নিয়ে ডাকাত দল খুলশী ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবনের সামনে এসে নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদেরকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেয়। এরপর তারা নিরাপত্তারক্ষীদের আটকে রেখে ৮ম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়ে। বাসার দরজা ভেঙে ভেতরে গিয়ে লুটপাট শুরু করে। ওই সময় গিয়াস উদ্দিন বাসায় ছিলেন না। এ অবস্থায় ডাকাত সন্দেহে ওই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দিলে খুলশী থানা পুলিশ এসে ১২ জনকে গ্রেপ্তার করে। এসময় দুজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করি। তারা কিছু লুট করতে পারেনি। এ সময় তাদের কাছ থেকে গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্র, খেলনার অস্ত্র ও শাবল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss