spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

‘গুজব ছড়িয়ে ইপিজেডে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে’

দুর্বৃত্তরা মিথ্যা প্রচারণা ও গুজব ছড়িয়ে শিল্পখাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সিএমপির উপ-কমিশনার (জনসংযোগ) রইছ উদ্দিন।

শনিবার (২৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা বলেন, ২২ জানুয়ারি চট্টগ্রাম ইপিজেড এলাকার শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন ভবনের গেইটের ভিতরে ৩ জন শিশু প্রবেশ করলে তাদের মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয়।

এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। যার ফলে ২৩ জানুয়ারি বিকাল ও রাতে ইপিজেড থানাধীন বিভিন্ন কারখানার ২০০-২৫০ জন শ্রমিক সেখানে গিয়ে শ্রমিকদের ঘর ও বিভিন্ন অফিস ভাঙচুরসহ সেখানে থাকা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশ ও বিভিন্ন বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, যে ৩ জন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল সেই শিশুদের সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে নিজ নিজ অভিভাবকের জিম্মায় আছে।

গুজবের বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কারখানার ওপর যাদের জীবিকা নির্বাহ হয়, সে শ্রমিকরা এসব করতে পারে না। দেশ ও রাষ্ট্রবিরোধী মহল সুপরিকল্পিতভাবে এসব গুজব ছড়াচ্ছে। এর সাথে বহিরাগতরাও যুক্ত হচ্ছে। দেশের পোশাকখাত অস্থিতিশীল হলে এখানে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss