spot_img

৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- তরিকুল ইসলাম (২৯), সেকান্তর হোসেন মিয়া (৫৩), মো. আবু ফয়সাল (৩৩), মধুসদন দত্ত (৪৫), মো. শওকত হোসেন বাবুল (৩৫), মফিজুর রহমান চৌধুরী (২৯), নূর হোসেন (৪৮), মো. ইমন (৩৪), মো. আবু হানিফ (২৫), মো. শুক্কুর আলী বাবু (২৩), মো. পান্না শেখ (১৯), মো. আনিসুর রহমান (১৯), মো. আলাউদ্দিন (৩২), মো. মুরাদ (৩৫), রবিন দাশ (২৭), মোহাম্মদ রাহাদ (২০), শওকত হোসেন বাবু (৩৮), ইশরাত আশরাফি অপি (২৫) ও ফয়সাল আহমেদ প্রকাশ মানিক (৪২)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে ১৯ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss