spot_img

৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সিএমপির বিশেষ অভিযানে ২৩ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. হাসান (২১), মো. মেহেরাজ (২৫), জিয়াউল হক সোহেল (৪০), মো. মাসুম (২৯), আশরাফ উদ্দিন অশিক (৩৫), রূপক কািন্ত নাথ (৪৫), ইসরাত আশরাফি অপি (২৪), মো. ইকবাল হোসেন শাহেদ (২৫), মো. লিমন (২৪), মো. মাহাবুল আলম ওরফে মাহাবুব (৩৫), নবী হোসাইন (৪০), মো. নুর উদ্দিন (৩৪), মো. রিপন তালুকদার (৩০), ফজলুল হক (২৬), মো. জসিম উদ্দিন (৫২), মো. সাইফুল ইসলাম (৪২)।

বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সরাসরি জড়িতরা হলেন— মো. সাইদুর রহমান নাকিব (২৫), মো. শাকিল ইসলাম (১৯), ওয়াসিম আকরাম (২৪), মো. শফিউল আলম (৪২), আমান (২২), আবুল কাশেম (৫০) এবং মো. বাপ্পী (২৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত এসব আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss