spot_img

১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক দুই নেতা পিস্তলসহ গ্রেপ্তার

চট্টগ্রামে দুটি বিদেশি পিস্তল এবং ৯ রাউন্ড গুলিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) কোতয়ালী থানাধীন বাজার ব্রিজঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল আফ্রাদ।

গ্রেপ্তার দু’জন হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরীর উপ-অর্থবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম কমার্স কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান আলী মাসুদ (৩৩) এবং চট্টগ্রাম মহানগরীর সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম ইসলামিয়া কলেজ শাখার সাবেক সভাপতি মনসুর আলী (৪৭)।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান আলী মাসুদের দেহ তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল এবং মনসুর আলীর কাছ থেকে চার রাউন্ড গুলিভর্তি আরও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তল উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss