চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল (৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার ও ছাত্রীদের হল অতিক্রম করে আবারও জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এ সময়ে শিক্ষার্থীদের, দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে, উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, একটা দুইটা ধর্ষক ধরে, ধইরা ধইরা জবাই কর ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আবার যদি কোনো ধর্ষণের পুনরাবৃত্তি ঘটে, তাহলে আবারও জুলাই পুনরাবৃত্তি ঘটবে। ধর্ষক চিহ্নিত হওয়ার পরও কেন বিচার করতে ৯০ দিন সময় লাগবে? ধর্ষক চিহ্নিত হওয়ার পর অনতিবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
চস/স


