spot_img

৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আজ থেকে চট্টগ্রামের ৯ আন্তঃনগর ট্রেন চলবে নতুন সূচিতে

চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার এবং ময়মনসিংহে চলাচলকারী ১৫টি ট্রেনের মধ্যে ৯টি চলাচলের সময় পরিবর্তন হয়েছে। রোববার (৯ মার্চ) সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তারা জানান, সোমবার (১০ মার্চ) থেকে পূর্ব রেলের এসব আন্তঃনগর ট্রেন নতুন সূচিতে চলবে। নতুন ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ অনুযায়ী ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছার সময়ে কিছুটা কম-বেশি করা হয়েছে।

নতুন সূচি অনুসারে, আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সাড়ে ৭টার বদলে সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। একই ট্রেন ঢাকা থেকে আগের সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টায় ছাড়বে।

পূর্ব রেলের জি এম মো. সবুক্তগীন বলেন, ১০ মার্চ (সোমবার) থেকে নতুন টাইম টেবল অনুযায়ী ট্রেন চলাচল করবে। এতে কিছু ট্রেনের সময়সূচিতে সামান্য পরিবর্তন এসেছে।

পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, নতুন সূচিতে সোমবার থেকে ট্রেন চলাচল করবে। এজন্য টিকেট বিক্রিও সে হিসাবে করা হয়েছে। কয়েক বছর পর পর ট্রেনের সিডিউল নতুন করে করা হয় থাকে। এত করে ট্রেন ছাড়া ও পৌঁছার সময়ে পরিবর্তন করা হয়ে থাকে।

রেলের এক কর্মকর্তা জানান, অনেক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন না হলেও সেসব ট্রেন তুলনামূলকভাবে কম বা বেশি সময়ে গন্তব্যে পৌঁছুবে।

পূর্ব রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও কক্সবাজারের পথে মোট ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। এর মধ্যে ৯টি ট্রেনের চলাচলের সময়সূচিতে কিছুটা হেরফের হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর সবশেষ পূর্ব রেলের সময় সূচির পরিবর্তন করা হয়েছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss