spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলিতে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেলে এসে প্রাইভেট কারে থাকা লোকদের ওপর গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ৩টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন– আবদুল্লাহ্ ও মানিক। হৃদয় ও রবিন নামে আরও দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতরা সবাই গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে চমেক হাসপাতালে ছুটে আসেন নিহত মানিকের স্বজনরা। হাসপাতালে তারা কান্নায় ভেঙে পড়েন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, এক্সেস রোডে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চার জনকে হাসপাতালে আনা হয়। দুই জনকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss