চট্টগ্রামের বন্দর থানায় পুলিশের উপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বন্দর থানা ছাত্রলীগের সভাপতি মো. কাইয়ুমকে বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে নগরের দক্ষিণ মধ্যম হালিশহরের খালপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। কাইয়ুম এই মামলার ১১ তম আসামি।
সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এ পর্যন্ত পুলিশের উপর হামলার ঘটনার মামলায় মোট ৩৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কাইয়ুম দক্ষিণ মধ্যম হালিশহরের সিমেন হোস্টেলের পাশে গণি কন্ট্রাক্টরের বাড়ির মৃত শরীফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগস্ট ভোররাতে ঈশান মিস্ত্রির হাট এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় পুলিশ দেখে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের দায়ের কোপে গুরুতর আহত হয় বন্দর থানার সেকেন্ড অফিসার আবু সাঈদ রানা।
এ ঘটনায় পরদিন বন্দর থানায় ৫৮ জনকে আসামী করে একটি মামলা করা হয়।
বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় বন্দর থানা ছাত্রলীগের সভাপতি কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে। সে ঐ মামলার এজাহারভুক্ত আসামি। তাকে দক্ষিণ মধ্যম হালিশহর থেকে রাতে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত মোট ৩৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারেও অভিযান চলমান আছে।
চস/স