নগরীর সিটিগেটস্থ ঢাকা-চট্রগ্রাম রোড়ে একজন পথচারী সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন।
আজ ৭ মে রাত ৯ টায় এ দূর্ঘটনা ঘটে। ওই পথচারীর নাম রুহুল আমিন। তার বাড়ি ফেনি চৌদ্দগ্রাম।
চট্টগ্রামের দিকে ছুটে আসা একটি মাইক্রোবাস ওই পথচারীকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা জানায় লোকটি গ্লস্কো কোম্পানির সিকিউরিটি গার্ড।
এসময় স্থানীয়রা এসে লোকটিকে উদ্ধার করেন। মুমূর্ষু অবস্থায় ওই পথচারী বেশকিছু সময় সড়কেই পড়ে ছিলেন। পুলিশের সাথে যোগাযোগ করতে করতে বেশকিছু সময় অতিবাহিত হওয়ার পর স্থানীয়রা লোকটিকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এর ভেতরই শেষ নিশ্বাস ত্যাগ করেন ওই পথচারী।
এসময় স্থানীয়রা ৯৯৯ এ কল দিয়েও সহয়তা চেয়েছিলেন। এই নিউজটি করার আগ পর্যন্ত স্থানীয়রা জানান ঘটনাস্থলে পুলিশের কেউ আসেননি।
চস/আজহার