spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ’প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনা খুবই দুঃখজনক। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে এবং এই পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোকাবিলা করতে হবে।’

বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এটি অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত ছিল। গুটি কতক লোকের জন্য এই বদনামটা হচ্ছে এবং আমি জানি পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে।

আরো পড়ুন: সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে ভার্চুয়াল মানববন্ধন

মন্ত্রী আরো বলেন, সংবাদ মাধ্যম দেশের জন্য বিরাট কাজ করছে। তাদের কারণে আমরা বালিশ কাণ্ড শুনেছি, আপনাদের কারণে আমরা লাখ টাকার সুপারি গাছের কথা শুনেছি, আপনাদের কারণে সেই শাহেদ করিমের (রিজেন্ট ডায়াগনোস্টিক সেন্টার) তথ্য পেয়েছি। সরকার প্রতিটা ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে।
এসব করে গণমাধ্যম কর্মীরা সরকারকে খুব সাহায্য করছেন। কিন্তু ঘটনাটি দুঃখজনক। কারণ শেখ হাসিনার সরকার সংবাদ-বান্ধব সরকার। আমরা এ ধরনের ঘটনা চাই না।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss