spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আলোচনায় সম্মত পুতিন-জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন।

কিয়েভে ইউক্রেন সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট অনলাইন এ খবর জানিয়েছে।

জেলেনস্কির প্রেস সচিব সেরহি নিকিফোরভ শুক্রবার বলেন, ‘আমরা আলোচনা করতে চাইনি- এমন অভিযোগ আমি অবশ্যই প্রত্যাখ্যান করবো। ইউক্রেন যুদ্ধবিরতি ও শান্তির জন্য আলোচনায় প্রস্তুত ছিল এবং আছে। আমরা এ অবস্থানে থিতু আছি।’

তিনি বলেন, ‘রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের একটি প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। বর্তমানে দুই পক্ষের মধ্যে আলোচনার ভেন্যু ও সময় ঠিক করা নিয়ে কথাবার্তা চলছে।’

তিনি বলেন, ‘যত দ্রুত আলোচনা হবে, তত দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ বাড়বে।’

মার্কিন গণমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়, শুক্রবার এক ভিডিওতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি।

তিনি রাশিয়ার উদ্দেশে বলেন, ‘আমি আবারও রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করছি। এখন ইউক্রেনের সব স্থানেই লড়াই চলছে। মানুষের মৃত্যু ঠেকাতে চলুন আমরা একটি টেবিলে বসে আলোচনা করি।’

এ প্রেক্ষাপটে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শুক্রবার এক ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে, ইউক্রেনের সঙ্গে উচ্চ পর্যায়ের সংলাপে বসতে রাশিয়া সম্মত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss