spot_img

২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিল পুলিশ

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় চার দিন বন্ধ থাকার পর রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দিয়েছে পুলিশ।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে নয়াপল্টনস্থ কার্যালয়ের গেট খুলে দেয় পুলিশ। কার্যালয়টি খোলার পর একে একে ভেতরে প্রবেশ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য সাত্তার পাটোয়ারীসহ নেতাকর্মীরা।

দলীয় কার্যালয় খুলে দেয়ার সংবাদে সকাল থেকেই নয়াপল্টনে ভিড় জমান নেতাকর্মীরা। এর আগে বেলা ১১টার পর নয়াপল্টনের দুই পাশের রাস্তার ব্যারিকেড তুলে নেয়া হয়। শুরু হয় যান চলাচল।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, এখন থেকে কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা-নিষেধ নেই। আজকে আমরা খবর পেয়েছি, বিএনপির নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন এবং তারা তাদের কার্যক্রম চালাতে পারবেন।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপি কার্যালয় বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির যে গণসমাবেশ হয়েছে। সেটিকে কেন্দ্র করে বিএনপি পার্টি অফিসকেন্দ্রিক গত ৭ ডিসেম্বর অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। এতে বেশকিছু সংঘর্ষের ঘটনাও ঘটে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss