spot_img

৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সরকার প্রশাসনকে দলীয়করণ করেনি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এবং জাতীয় পার্টি যতবার ক্ষমতায় এসেছে, প্রশাসনকে তারা দলীয়করণ করেছে। আমরা কোনোভাবেই দলীয়করণ করিনি। এমনকি করার কোন পরিকল্পনাও আমাদের নেই।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের যারা ডিসি হয়েছেন, যারা সচিব হয়েছেন, এবং যারা বিভাগীয় কমিশনার হয়েছেন, তারা তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতেই এসএসবির মাধ্যমে প্রতিটি পরীক্ষায় প্রক্রিয়া অনুসরণ করেই এই অবস্থানে এসেছেন।’

তিনি বলেন, সরকার প্রশাসনকে নিয়েই কাজ করে। সরকারের রাজনৈতিক অংশ এবং প্রশাসনিক অংশ একসাথে নিয়েই কাজ করতে হয়। এগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত।

হাসান মাহমুদ বলেন, জেলা প্রশাসক সম্মেলন সরকারের প্রশাসনের একটি নিয়মিত কার্যক্রম। এটি প্রতি বছর হয়। এর ধারাবাহিকতায় এ বছরও এটি অনুষ্ঠিত হচ্ছে। সরকারের কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয় জেলা প্রশাসনের মাধ্যমে। কারণ সাধারণ জনগণ জেলা প্রশাসনকেই সবসময় কাছে পায়। এজন্য জেলা প্রশাসক সম্মেলনটা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে গত ২৪ জানুয়ারি জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss