spot_img

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম গ্রেপ্তার

সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।

তিনি বলেন, ‌‘রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত একজন ভিকটিম ভাটারা থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনার তদন্ত করতে গিয়ে প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলামকে আমরা গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি বিপুল পরিমাণ আমানত গ্রহণের কোনও অনুমোদন তিনি বা তার প্রতিষ্ঠান গ্রহণ করেনি। তাদের এ কার্যক্রমের সাথে কারা-কীভাবে জড়িত এবং এই বিপুল পরিমাণ অর্থ তারা কোথায়-কীভাবে সংরক্ষণ করেছে তা বিস্তারিত জানতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রিং আইডির অবৈধ কার্যক্রম সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হয়েছে। কমিউনিটি জবস খাতে অ্যাডভারটাইজমেন্ট দেখে উপার্জনের কথা বলেই এ প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।’

উল্লেখ্য, কমিউনিটি জবস খাত থেকে গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ, জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে। আইনি প্রক্রিয়া চলাকালে যেন জনগণের নিকট থেকে আমানত অবৈধভাবে দেশের বাইরে পাচার করতে না পারে সে কারণে ইতিমধ্যে তাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss