spot_img

৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্রি হবে টিসিবির পণ্য

আজ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খাদ্যপণ্য বিক্রির মেয়াদ আরও চার দিন বাড়ানো হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত এসব পণ্য বিক্রি হবে বলে টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টিসিবির এই কার্যক্রমে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি হয়। এখানে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন প্রতি লিটার ১১০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হয়। একজন ২ কেজি করে পণ্য এবং ২ লিটার তেল নিতে পারেন।

রাজধানীসহ দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য সামগ্রীর বিক্রি হয়।

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি থেকে টিসিবি ‘ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম’ শুরু করে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss