spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অজ্ঞাত ব্যক্তি আইএস’র টুপি দিয়েছিল জঙ্গি রিগ্যানকে

আইএস-র টুপি কিভাবে জঙ্গি রিগ্যানের মাথায় উঠল, তার এক ব্যাখা জানা গেল গতকাল হলি আর্টিজান বেকারির মামলায় প্রাণদ-ের সাজা পাওয়া রাকিবুল হাসান রিগ্যানরে মুখেই। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের জিজ্ঞাসার জবাবে রিগ্যান জানালেন, ভিড়ের মধ্যে একজন টুপিটি ছুড়ে দিল, আমি তা লুফে নিলাম। গত ২৭ নভেম্বর হলি আর্টিজান মামলার রায়ের পর এজলাস কক্ষ থেকে বের হওয়ার পথে প্রাণদ-ের সাজা পাওয়া রাকিবুল হাসান রিগ্যানরে মাথায় দেখা গেল আইএস-র মনোগ্রাম সম্বলিত টুপি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্যাপের বিষয়টি আঁচ করতে না পরলেও সাংবাদিকদের চোখ এড়ায়নি। সাংবাদিকরা দ-িত রিগ্যানের পিছু নিয়ে প্রশ্ন করেন, কিভাবে এই টুপি তার মাথায় এলো? কিন্তু কালো কোটধারী জনৈক ব্যক্তি সাংবাদিকদের এ সব প্রশ্ন করতে বারণ করায় আর উত্তর জানা যায়নি। পরে জানা গেছে, ওই ব্যক্তি নিজেই ছিলেন পরিচয়হীন। গোয়েন্দারা এখন হন্যে হয়ে তার খোঁজ করছে।

গতকাল মঙ্গলবার ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে ‘কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি আস্তানায় হামলা মামলা’-র শুনানিতে আনা হয়েছিল আসামি রাকিবুল হাসান রিগ্যানকে। ২০১৬ সালের ২৫ জুলাই ঢাকার কল্যাণপুরে জাহাজ বাড়ির জঙ্গি আস্তানা ঘিরে রাখলে জঙ্গি দল হামলা করে পুলিশের উপর। পরেরদিন সকালে পুলিশের সঙ্গে জঙ্গিদের এক ঘণ্টার লড়াইয়ে ৯ জঙ্গি নিহত হন। ওই ঘটনায় আহত হন রাকিবুল হাসান রিগ্যান। হতাহতদের সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

গতকাল এ মামলার শুনানির পর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির জানান, রিগ্যানের কাছে আইএস এর ক্যাপ কিভাবে তার কাছে এলো তা জানতে চেয়েছিলন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানে। কাঠগড়ায় রিগ্যানকে দেখে বিচারক জিজ্ঞেস করেন, আইএসের মনোগ্রাম সম্বলিত টুপিটি কিভাবে পেলেন? জবাবে রিগ্যান বলেন, ভিড়ের মধ্যে একজন টুপিটি দিয়েছে। বিচারক জানতে চান, কে দিয়েছে? রিগ্যান বলে, আমি চিনি না। তখন বিচারক বলেন, টুপিটি নিলেন কেন? কালেমা শাহাদাত লেখা ছিল, ভাল লাগায় টুপিটি নিয়েছি। বিচারক বলেন, আর কাউকে কি টুপি দিয়েছিল? তখন রিগ্যান বলে, না আর কাউকে দেয়নি। প্রিজন ভ্যানে ওঠার পর রাজীব গান্ধী আমার টুপিটি নিয়ে মাথায় পড়েছে।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss