সাভারের আশুলিয়ায় তৈরি পোশাকের একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদুর রহমান (২৬) নামে এক সুপারভাইজর নিহত হয়েছেন।
সোমবার (১ জুলাই) দুপুরে আশুলিয়ার বগাবাড়ি এলাকার সিগমা ফ্যাশন লিমিটেড নামে কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদুর রহমান ঠাঁকুরগাও জেলার বালিয়াডাঙ্গি থানার মহিষমারী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার আবু হানিফের বাসায় ভাড়া থেকে ওই কারখানায় সুপারভাইজর পদে কাজ করতেন।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, দুপুরের খাবার শেষে কারখানায় এসে একটি নতুন মেশিনের বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন মাসুদুর রহমান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপর একটি মেশিনের ওপর পরে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করার প্রস্তুতি চলছে।